প্রধান শিক্ষকের বাণী
রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমী ১৮৯৮ খ্রিঃ স্থাপিত হয়ে সুষ্ঠু এবং সুন্দর ভাবে নিয়ম ও শৃঙ্খলার সহিত পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যাবলী পরিচালিত হয়ে থাকে৷ অত্র বিদ্যালয়ে বিভিন্ন জাতীয় দিবস যথাযোগ্য মযাদার সহিত পালন করা হয়।১১১ বর্ষপূর্তি উদযাপন সামনে রেখে ২০০৯ খ্রিস্টাব্দে রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমীর নামে একটি " ওয়েব সাইট" খোলা হয় । বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগে এ ধরনের পদক্ষেপ খুবই অপরিহার্য বলে মনে হয়। বিদ্যালয়ের প্রায় সকল তথ্য সংরক্ষিত আকারে রয়েছে যার মাধ্যমে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রায় বিভিন্ন ধরনের সেবা পেয়ে আসছে। ২০০৬ খ্রিস্টাব্দে ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয় । ভবিষ্যতে "ওয়েব সাইট" ও "ইন্টারনেট " সেবার মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন দিক বিশ্বের দরবারে তুলপ ধরার প্রচেষ্টা অব্যহত রয়েছে । সর্বোপরি প্রতিষ্টানের সার্বিক সহযোগিতায় যারা একনিষ্ঠভাবে কাজ করে আসছেন বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষক - কর্মচারী, ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, এলাকাবাসী ও ছাত্রছাত্রীবৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা । |